নওগাঁর মান্দার বিষ্ণুপুর ইউনিয়নের চকশৈল্যা বাজার সংলগ্ন এলাকায় মৃত সমসের আলী মাঝির ছেলে ছাত্তার মাঝির জমি জোরপূর্বক দখলের অভিযোগ ওঠেছে ।
গত শুক্রবার (১মার্চ ২০২৪ খ্রিঃ)সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকশৈল্যা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনার পর ছাত্তার মাঝি বাদী হয়ে মান্দা থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগ সূত্রে জানা যায়, বিষ্ণুপুর মৌজার জেএলং ২৭২খতিয়ান ৩৮৩দাগের ১৮.২৫ শতক জমি দীর্ঘ দিন ধরে কবলা মূলে ভোগ দখল করে আসছিল।তিনি আরো বলেন, উক্ত কবলা কৃত সম্পতিতে ১নং ও৫ নং বিবাদীর পিতা মোকছেদ কবিরাজ প্রকৃত মালিক১২ শতাংশ হলেও কৌশলে সরকারী একওয়ার ভুক্ত জমি ৬,২৫ শতাংশ জমি সহ মোট ১৮,২৫ শতাংশ জমি বিক্রয় করে সরকারি একওয়ার ভুক্ত জমি বাদ দিলে বিবাদীর কাছ থেকে আমি আরো ৬,২৫ শতাংশ জমি পাওনা আছি বলে উল্লেখ করেন । এমতাবস্থায় মমতাজ আলী কবিরাজ, গোলাম মোস্তফা কবিরাজ, মামুনুর রহমান কবিরাজ, আকরাম আলী কবিরাজ ,সাখায়াত আলী কবিরাজ সর্ব পিতা মৃত মোকছেদ আলী কবিরাজ , রাসেল হোসের কবিরাজ পিতা মমতাজ আলী কবিরাজ ,শাহাদত হোসেন পিতা মজিবর রহমান সাং ভরট্ট শিবনগর মান্দা নওগাঁ জমি জোরপূর্বক জমি দখল করে। অপর দিকে বিবাদী আকরাম হোসেন কবিরাজ এর সাথে মোবাইল ফোন কথা বললে এ ব্যাপারে কোন কথা বলতে রাজি নয় বলে জানান তিনি । ছাত্তার মাঝি জানান , তারা অন্যায় ভাবে গালমন্দ করে । মঙ্গলবার সকালে ৮ থেকে ৯ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, লোহার রড নিয়ে জোরপূর্বক কয়েকটা গাছ কেটে ফেলে এতে আমার প্রায় ৩০০০০ হাজার টকার ক্ষয়ক্ষতি হয় । আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাদের প্রাণনাশের হুমকি-ধামকি দেয়।এ ব্যাপারে মান্দা থানার ওসি মােজাম্মেল হক কাজী বলেন, অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।