সিরাজগঞ্জ র্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১টি পিকআপ জব্দ । সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, দিনাজপুর হতে নারায়নগঞ্জগামী ১টি চাউল ভর্তি পিকআপযোগে ৩ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে । ১৪ মার্চ ২০২৪ ইং ভোর ০৫.০০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্ত¡র এলাকায়” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ১টি পিকআপ যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৭-০১২৬ আসতে দেখে পিকআপটি সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থল থেকে মোঃ শফিকুল ইসলাম (৩৮), পিতা-মৃত দইয়া, সাং-বৈইকুণ্ঠপুর, থানা-চিরির বন্দর, জেলা-দিনাজপুর, মোঃ নাইম হোসেন (২৮), পিতা মোঃ আঃ রহিম, সাং-লক্ষনপুর, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা ও মোঃ স্বপন মোল্লা (২৮), পিতা মৃত- মোসলেম মোল্লা, সাং-চরদোয়াইল, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে আটক করা হয় । গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী পিকআপের ভিতরে চাউলের বস্তার নিচে ২টি কার্টুনে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড, নগদ ৭৬৫০/- এবং ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।