সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ০৮ নং হাট–পাঙ্গাঁসী ইউনিয়ন এর নওদাশালুয়া গ্রামের মধ্যে দিয়ে চলা পাকা সড়কে কৃষকের পানি নিষ্কাশনের জন্য নির্মিত একটি ব্রীজ মাটি বোঝাই ট্রাক চলাচল করার কারণে ভেঙে গিয়ে জনগণের চলাচলের রাস্তা একেবারেই অকেজো করে দিয়েছে মাটি ব্যাবসায়ীরা । গত শুক্রবার সরেজমিনে গিয়ে জানা যায়, গ্রামপাঙ্গাঁসী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পুকুর খনন কাজের মাটি নওদাশালুয়া জেনিন ইট ভাটায় বিক্রির জন্য রাতের অন্ধকারে ট্রাক বোঝাই করে চলাচল করার কারণে এ দূর্ঘটনা ঘটে । এতে উক্ত এলাকার হাজার হাজার জনগনের চলাচলের জন্য অযোগ্য হয়ে পরে এবং বর্তমানে কোন ধরনের গাড়ি চলতে পারছে না। হাট বাজারে পন্যপরিবহন সহ সকল যোগাযোগ ব্যাবস্থা বন্ধ হয়ে পড়েছে।
এবিষয়ে এলাকায় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য এর স্বামী মোঃ আব্দুল হালিম তালুকদার বলেন, এই এলাকার হাজার জনগনের চলাচলের একটি মাত্র সড়কের ব্রীজটি অবৈধ মাটি বোঝাই ট্রাক দিয়ে রাতের অন্ধকারে ভেঙে দিয়ে জনগণের চলাচল একেবারে বন্ধ করে দিয়েছে। আমরা দ্রুত ব্রীজটি সংস্কার চাই এবং অবৈধ মাটি ব্যাবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি । স্থানীয় জনগণ বলেন, ব্রীজটি ভাংচুর করার কারণে আমরা চলাচল করতে পারছি না, গাড়ি চলতে পারছে না, আমাদের খুব অসুবিধা হয়েছে আমরা খুব দ্রুত এর সমাধান চাই । অন্য দিকে হাট–পাঙ্গাঁসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (নান্নু) বলেন, ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইন–অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে ।