নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজান পুর গ্রামে মরহুম আব্দুল মোসাব্বির ট্রাস্ট উদ্দোগ্যে ওনার নিজ বাড়িতে ১৮ মার্চ রোজ সোমবার দুপুরে উপদেষ্টা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন (লন্ডন প্রবাসী) ও মোচ্ছাঃ শাহীদা খাতুন (লন্ডন প্রবাসী) সৌজন্যে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন । সংগঠনের উপদেষ্টা মণ্ডলীঃ কামাল হোসেন, জামাল হোসেন (লন্ডন প্রবাসী) রাহিদা খাতুন (লন্ডন প্রবাসী) ফাহমিদা খাতুন (লন্ডন প্রবাসী) সভাপতি সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাধারণ_সম্পাদক শাহিনুর হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সিনিয়র-সভাপতি মোঃ ইয়াহিয়া মিয়া, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান (তপু) সহ_সাধারন সম্পাদক মেহেদী হাসান (মুন্না) প্রচার সম্পাদক আলী আফসান(আলী) সহ_প্রচার সম্পাদক মোঃ হৃদয় আহমেদ, সিনিয়র সদস্য রিমন আহমেদ, শাহিন মিয়া, শাহ্ আলম,সেলু প্রমুখ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন ও মোচ্ছাঃ শাহীদা খাতুন সংগঠনের সকল কর্মীদের উপস্থিতে জানান আগামী কাল ইনাতগঞ্জ ইউনিয়ন এর উম্মর পুর ফুটবল খেলোয়াড়দের এক সেট জাসরী ও বানিউন্দ গ্রামের এক বৃদ্ধা অসহায় মা’কে বেট,বালিশ ও বেটসিট সহ ফুল সেট দেওয়া হবে এরই ধারাবাহিকতায় আমাদের বিতরন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।