মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় গণেশ পুর ইউনিয়নের দোসতীনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা মৃত অহিদ ইসলাম মেয়ে সোনিয়া আক্তার সিমু । ওপর সন্ত্রাসী বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় সোনিয়া আক্তার সিমু ঠেকাতে এলে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন । ঘটনাটি ঘটেছে উপজেলার গণেশ পুর ইউনিয়নের দোসতীনা গ্রামে। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞত নামা আসামী করে মান্দা থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী পিতা মৃত অহিদ ইসলামে এর মেয়ে সোনিয়া আক্তার সিমু । আসামীরা হলেন, আতিয়ার রহমান মিথুন , আসাদুজ্জামান মিলন, উভয়ের পিতা মৃত আশরাফুল ইসলাম বসির, তহমিনা বেগম, স্বামী মৃত আশরাফুল ইসলাম বসির , আমজাদ হোসেন, পিতা মৃত মৃত আফসার আলী,সাং সোনাপুর , ফজলু হক, পিতা মৃত ময়েজ উদ্দিন, সাতবাড়িয়া সর্ব সাং দোসতীনা , থানা মান্দা জেলা-নওগাঁ। অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় গত ১৭/৩/২৪খ্রীঃ দুপুর আনুমানিক ০১,০০ সময় ঘটিকার আমার ভোগ দখলীয় জমিতে হাল চাষ চলাকালীন সময়ে বিবাদী গন পূর্ব পরিকল্পিতভাব বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে আমার বসত বাড়িতে প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এমত অবস্থায় আমি নিষেধ করায় আমাকে আঘাত করেন, পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীগন তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় । এ বিষয়ে , বিবাদী গনদের সাথে মোবাইল ফোনে মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।