Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় কজ্বি কেটে দিল প্রতিপক্ষরা গ্রেফতার ২ সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় কজ্বি কেটে দিল প্রতিপক্ষরা গ্রেফতার ২ – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় কজ্বি কেটে দিল প্রতিপক্ষরা গ্রেফতার ২

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ
  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত

সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় কজ্বি কেটে দিল প্রতিপক্ষরা গ্রেফতার ২

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ ।

সিরাজগন্জে পাওনা টাকা চাওয়ায় কব্জি কেটে দিলো প্রতিপক্ষরা । কব্জি পুনরায় স্থাপন করতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করলেও পঙ্গু হাসপাতাল থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে বর্তমানে ঢাকা মোহাম্মদপুর আল মানার হসপিটাল চিকিৎসাধীন রয়েছে । তবে বর্তমানে কব্জি পুনরায় স্থাপন করতে চেষ্টা চলছে । শরিফুল ইসলাম এর স্ত্রী তানিয়া খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন । এদিকে ইউনুস আলীর পুত্র মোঃ মঞ্জু ও আফজাল খন্দকারের পুত্র মো: রুবেল কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ । মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সড়াইচন্ডি গ্রামের মৃত সাইফুল ইসলামের পুত্র মোঃ শরিফুল ইসলাম, একই গ্রামের মোঃ জেল হোসেন এর পুত্র মো: সুজন ও মকবুল হোসেন পুত্র আলহাজ্ব কে বেশ কিছুদিন পূর্বে ২ লাখ টাকা ব্যবসার কাজে ধার প্রদান করে । ধারের টাকা চাইতে গেলে সুজন ও আলহাজ্ব এর সাথে কথাকাটি হয়। কথাকাটি ও পূর্ব শত্রুতার জের ধরে গত (১৭ ই মার্চ ২০২৪ইং) রবিবার রাত্রী ৯: ৩০ মিনিটের দিকে শরিফুল ইসলাম সড়াইচন্ডি নতুন বাজার থেকে বাড়িতে ফেরার পথে সড়াইচন্ডি নদীতে পৌছিলে মোঃ জেলার হোসেন এর পুত্র মোঃ সুজন, মকবুল সেখ এর পুত্র আলহাজ্ব ইউনুস আলীর পুত্র মোঃ মঞ্জু জেল হোসেন এর পুত্র মোঃ সাইদুল ইসলাম, মকবুল হোসেন এর পুত্র আলফি, আফজাল খন্দকারের পুত্র মোঃ রুবেল, কালু খন্দকার এর পুত্র মোঃ মনি সহ ৪/৫ জন দেশীয় অস্ত্র- রামদা, রড, ছুরি নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেয় । মাথায় কোপ দেওয়ায় শরিফুল ইসলাম ডান হাত দিয়ে বাঁধা প্রদান করায় ডান হাতের কজি বিছিন্ন হয়ে যায় । কব্জি বিচ্ছিন্ন হওয়ায় শরিফুল ইসলাম জ্ঞান হারিয়ে পড়ে । মুহূর্ষু অবস্থায় এলাকাবাসী শরিফুল ইসলামকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন । কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গ হাসপাতালে রেফার্ড করেন । কব্জি পুনরায় স্থাপন করার জন্য পঙ্গু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে রেফার্ড করেন । বর্তমানে শরিফুল ইসলাম এর কব্জি পুনরায় স্থাপন করার জন্য ঢাকা মোহাম্মদপুর আল মানার হসপিটালে ভর্তি রয়েছে। তবে বর্তমানে কব্জি পুনরায় স্থাপন করতে চেষ্টা চলছে । সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে । ২জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর