মোঃ মুনসুর আলী,তাড়াশ উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ র্যাব-১২’র সদর কোম্পানির অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার । সিরাজগঞ্জ র্যাব-১২,অধিনায়ক পিপিএম, মোঃ মারুফ হোসেন এর দিকনির্দেশনায় । গত ২৩ মার্চ ২০২৪ ইং রাত ০২.৪৫ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল এলাকায়” একটি অভিযান পরিচালনা করে মাদক আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামি মোঃ আবু সাঈদ (৩৮), পিতা-ফজলার রহমান, সাং-আমিনপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া । গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার আমিনপুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে