জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাট জেলা কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে
(২৬শে মার্চ )সময় সকাল ৮ ঘটিকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে জনাব সালেহীন তানভীর গাজী, জেলা প্রশাসক, জয়পুরহাট এবং মোহাম্মদ নূরে আলম বিপিএম, পুলিশ সুপার, জয়পুরহাট ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন । উক্ত অনুষ্ঠানে সালেহীন তানভীর গাজী, জেলা প্রশাসক এবং মোহাম্মদ নূরে আলম বিপিএম, পুলিশ সুপার কুচকাওয়াজের সালাম গ্রহন করেন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত সকলের সামনে মুক্তিযুদ্ধ বিষয়ক মনোজ্ঞ ডিসপ্লে উপস্থাপন করেন । এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে.এম.এ মামুন খান চিশতী, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ), ইশতিয়াক আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান রকেট, সভাপতি জেলা আওয়ামীলীগ, বীরমুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার আলী, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম সোলায়মান আলী, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, ও সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল, সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ ও পিপি জজ কোর্ট, সহ আরো অনেকে।