মিঠাপুকুরে ঈদুল ফিতর উপলক্ষে ইসলামিক রিলিফ এর পক্ষ থেকে ২০০ পরিবারকে ঈদ উপহার প্যাকেজ বিতরণ।
মোঃ ফিরু মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি।
ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে উপজেলার বলতিপুকুর বাস স্ট্যান্ডের পাশেই উক্ত সংস্থার অফিস চত্ত্বরে এসব ফুড প্যাকেজ খাদ্য সামগ্রী ও বস্ত্র সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম, বাবলু খন্দকার সহকারি প্রকল্প কর্মকর্তা ইসলামিক মাইক্রোফিনান্স প্রোগ্রাম বলদিপুকুর মিঠাপুকুর, রংপুর, নুরুন্নবী লিটন সিনিয়র প্রকল্প কর্মকর্তা এরিয়া অফিস ইনচার্জ বলদীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ও প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, এ সময় ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন । ঈদ উপহার বিতরণ ২০০ পরিবারের মাঝে প্যাকেজ হিসেবে । ১ কেজি সেমাই, ২ কেজি চিনি, ২ কেজি পোলাও চাল, ১৬ প্যাকেট নুডুলস, ১ বক্স রঙিন পেন্সিল একটি স্কুল ব্যাগ, একবক্স চকলেট, একটি ছাতি, এক পিস শাড়ি, ও একটি করে লুঙ্গি প্রত্যেকটি পরিবারের মাঝে বিতরণ করা হয় ।বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, ‘ইসলামিক রিলিফ বাংলাদেশ ২০০ পরিবারের পুরো ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দিচ্ছে। এটা নি:সন্দেহ একটি ভালো কাজ । যা গোটা পরিবারের মুখে হাঁসি ফোটাতে সহায়তা করবে। ইসলামিক রিলিফের কার্যক্রমে এ উপজেলার কিছু সংখ্যাক পরিবার তাদের পরিজন নিয়ে জীবন-জীবিকার পথ খুঁজে পেয়েছেন।`প্রকৃত গরীব এবং অসহায়দের খুঁজে বের করে তালিকাভুক্ত করা হয়েছে ঈদ উপহার বিতরণ প্যাকেজ প্রদানের জন্য । ’প্রকল্প কর্মকর্তা বাবলু খন্দকার বলেন, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ, নারী নির্যাতন, শিশু শ্রম প্রতিরোধ এবং মাদকের কুফল, কেভিড-১৯-এর সচেতনতামূলক প্রচার ও প্রচারণা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, নিরাপদ পানি পান ও অন্যান্য বিষয়ে কমিউনিটি পর্যায়ে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এ সংস্থা কাজ করেছেন ।তিনি আরো বলেন, ‘ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা । এটি ১৯৮৪ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৪৫টি দেশে এর কার্যক্রম রয়েছে । সুবিধাবঞ্চিত মানুষদের দারিদ্রতা ও কষ্ট লাঘবে সহযোগিতা করছে। এ সংস্থা প্রতিদানের প্রত্যাশা না করে বর্ণ, রাজনৈতিক সংশ্লিষ্টতা, জেন্ডার ও বিশ্বাস এর উর্দ্ধে থেকে সবার জন্য সমভাবে কাজ করে ।