নড়াইল লোহাগড়া থানায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও ডাল উদ্ধার।
নাইম টিটো, লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে,ও কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে লোহাগড়া থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও ডাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
শনিবার (৬ এপ্রিল) বিকাল ৪ টার সময় লোহাগড়া থানাধীন কুমড়ী মধ্যপাড়া ও তেলকাড়া অভিযান চালান লোহাগড়া থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কুমড়ি ও তেলকাড়া,গ্রামে বিভিন্ন সময় ধরে মারামারি চলে আসছে, এলাকায় শান্তি লক্ষে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) নির্দেশনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়ের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশীয় বিভিন্ন প্রকার অস্ত্র ডাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) নির্দেশনায় শান্তির লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।