কুন্দশী পালপাড়া সর্দ খনন কৃত নবগঙ্গা নদীর পাড়ে চলছে বখাটেদের আড্ডা
নাইম টিটো, লোহাগড়া প্রতিনিধি
লোহাগড়া পৌর সভার অন্তর্ভুক্ত ৫ নং ওয়ার্ড কুন্দশী পালপাড়ার খনন কৃত নবগঙ্গা নদীর পাড়ে বেশ কিছু জমি ভোগী ঘাস চাষ করছে এবং অনেক জায়গা ফাঁকা ও বন জঙ্গলে ভরা,দিনের বেলা ভিতিকর পরিবেশ বিরাজ করে আর সেই সাথে বেশ কিছু বখাটে ও নিশাখর দের আড্ডা বেড়ে যায়,,,প্রকাশ্যে বন বাদাড় ও ঘাসের আড়ালে নিয়মিত ভাবে বখাটেদের আড্ডা ও নেশা করতে দেখা যায়, যাহা পালপাড়ার অনেক মানুষ ভিত হয়ে থাকে এবং ভয় তে কেউ কিছু বলে না কারন তাদের মানা করলে উল্টো হামলার ভয় আছে,,,তাই কেউ কিছু বলে না কিন্তু চাপা ক্ষোপ লক্ষ্য করা গেছে নাম না প্রকাশ করার শর্তে অনেকেই বলেছে সারাদিন সহ গভির রাতে ও মটর সাইকেল করে দলবল সহ এসে আড্ডা দেয় এবং বিভিন্ন গুন্জন রয়েছে রাতের আধারে বিভিন্ন অপকর্ম হয় যার ছত্রছায়ায় কোন প্রভাবশালী ব্যক্তি থাকতে পারে সবকিছু জেনে ও কোন ব্যবস্হা নেয় না উল্টো তাদের কে রক্ষা কাজে ব্যবহিত হয়,,,,পালপাড়ার অনেক নারী বা পুরুষ বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে নদীর ঘাটে যায়, অনেক সময় অধিকাংশ নারী বা পুরুষ ভিত থাকে কারন বখাটে গুলো খুবই খারাপ প্রকৃতির তাদের কাছে মা বোন ভাই বলে কিছু নেই।।।এমতাবস্থায় সম্মানিত লোহাগড়া পৌরসভার মেয়র,৫ নং ওয়ার্ড কাউন্সিলর সহ প্রশাসনের দৃষ্টি আকর্শন করেছে পালপাড়ার সমস্ত বসবাসকারী জন সাধারন,,,।।।।