নওগাঁয় পালিত হলো ২০২৪ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
আজ ২৪/৪/২৪ রোজ বুধবার নওগাঁয় পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস । মোঃমলিন মিয়া সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর এর সভাপতিত্বে রালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক শব্দ দূষন ২০২৪ পালিত হয়েছে । সকাল ১০ ঘটিকায় মোঃমলিন মিয়ার (সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর) নেতৃত্বে নওগাঁ সার্কিট হাউস থেকে একটা বর্ণঢ্য রালি নিয়ে জেলা প্রশাসকের অফিসের সামনে শেষ হয় ও জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা শেষ হয় দুপুর ১২ টায় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল, শিক্ষা ও আইসিটি, মোঃআঃকরিম,আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ,জেলা শিক্ষা অফিসার মোঃলুৎফর রহমান, প্রোঃ শরিফুল ইসলাম, ডাঃ তারেক ই,এন,টি,স্পেশালিষ্ট,সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন শব্দ সচেতনতা এই সভা করে শেষ করলে হবে না, কিংবা শুধু আইন প্রয়োগ করেও হবে না । আমাদের সকল গাড়ি, বাইক বাস, ট্যাক সহ সকল চালকদের সঙ্গে নিয়ে সেমিনার করে সচেতন করতে হবে । আগে জানতে হবে কোন, কোন স্হানে হর্ণ বাজানো যাবে এবং যাবে না।কত ডিজিবিল পর্যন্ত শব্দ করা যাবে । হাসপাতাল, অফিস, আদালত,শিক্ষা প্রতিষ্টান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ইবাদতের সময় কোন মতে সেখানে বিকট আওয়াজে হর্ন বাজানো যাবে না । এই শব্দ দূষনের কারনে তিন মাসের জেল ও জরিমানা হবে । এসব নিয়ে জনগণের মাঝে সচেতনা মুলক প্রচার করতে হবে । এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বক্তব্য রাখেন । শেষে আজকে এই সভার সভাপতি মোঃমলিন মিয়া সহকারি পরিচালক পরিবেশ অধিদপ্তরের পক্ষে, এত গরমের মধ্যে ও কষ্ট করে সভা সফল করার জন্য সবাই কে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্তি করেন ।