কিশোরগঞ্জের এক আতঙ্কের নাম মাদক ব্যবসায়ী এবং সেবন কারী সাকিব এবং মিনহাজ
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ চর শোলাকিয়া গুলশান মোড় মোহাম্মদ সাকিব (২৫) পিতা মৃত্যু লুৎফর রহমান ( লুততু ডাকাত) এ-র ছেলে সে বেশ কিছু দিন দরে তার এলাকার মানুষ কে বিভিন্ন অত্যাচার এবং নানান রকমের হুমকি দিয়ে আসছিলো । তার হুমকির মুখে জীবন যাপন করছে সাধারণ মানুষ, তার এ-সব কর্ম কান্ড দেখে ভয়ে কেউ কথা বলতে রাজি নয় । কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ জমা দেওয়ার পরে-ও থানা থেকে কোন পরিদর্শন করা হয় নি। এদিকে মাদক ব্যবসায়ী সাকিব এর অত্যাচার আর হুমকির মুখে সাধারণ মানুষ । সাকিবের সঙ্গে তার বড় বোন জামাই মোহাম্মদ মিনহাজ(৩৫) এবং তাদের আরো বেশ কয়েকজন আছে অজ্ঞাত। এদিকে অনলাইন জিডি করা হয় জার নং RMI509 থানা:- কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।