মো: শাহাবুদ্দিন সেলিম, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে এক বাড়িতে ঢুকে পরিবারের নারীসহ সকল সদস্যকে অস্ত্র ধরে জিম্মী করে নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা, ১৪ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা । শনিবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ পুর্ব পাড়া গ্রামের নুরুল ইসলাম তরুন মেম্বর বাড়িতে এ ঘটনা ঘটে । আব্দুল খালেক মাস্টারের ছেলে নুরুল ইসলাম তরুন মেম্বর জানান, এই ঘটনার রাতে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন । দুর্বৃত্তরা বাড়ীর রান্নার রুমের জানালার গ্রীল কেটে প্রবেশ করেন। প্রবেশ করে আলমারী ও ট্যাংক ভেঙ্গে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা ১৪ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় বাড়ীর লোকজনের চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে দূর্বৃত্তদের ধাওয়া করে । এ বিষয় তাড়াশ থানার ভারপাপ্ত কর্মকতা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে পরির্দশন করেছেন । তিনি ধারনা করে বলেন এটা একটা বড় ধরনের চুরির ঘটনা ঘটতে পারে । এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় তাদেরকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।