Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সরকারী জায়গা জোরপূর্বক দখল করে রাখা সন্ত্রাসীর হাতে সাংবাদিক জখম সরকারী জায়গা জোরপূর্বক দখল করে রাখা সন্ত্রাসীর হাতে সাংবাদিক জখম – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

সরকারী জায়গা জোরপূর্বক দখল করে রাখা সন্ত্রাসীর হাতে সাংবাদিক জখম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৮২ বার পঠিত

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশ উপজেলায় চাঁদাবাজ, মাস্তান ও সন্ত্রাসীদের হাতে দৈনিক ভোরের বাণী পএিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন জখম । উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া সরদার পাড়া জিয়াউল হক লালু সরকারী কাঁচা রাস্তা দখল করে ঘর উঠানোর উদ্যোগ গ্রহন করিলে এলাকার জন সাধারণের চলাচলের চরম বিঘ্ন সৃষ্টি হলে সাংবাদিক ফরহাদ সহ এলাকার লোকজন লালুকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিতে বললে সাংবাদিকের উপর ভীষণভাবে ক্ষিপ্ত হয় । সাংবাদিকের নিকট ১ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে । তিনি চাঁদা দিতে অস্বীকার করিলে গত বৃহস্পতিবার সাংবাদিকের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেখায় । মাস্তান, চাঁদাবাজ ও সন্ত্রাসী লালু পরস্পর যোগসাজশে একদলবন্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে রাম-দা ছুড়ি,শাবল,লোহার রড ইত্যাদি মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া অবৈধ জনতাবদ্ধে অস্ত্রের প্রকাশ্য মহড়া প্রদর্শন করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে তার বসত বাড়িতে প্রবেশ করে পূর্বের দাবিকৃত ১ লক্ষ টাকা চাঁদা দাবি করিলে চাঁদা প্রধান অস্বীকার করা মাত্র খারাপ ভাষায় গালিগালাজ করে । চাঁদাবাজ লালুর হুকুমে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি ভাবে মারপিট করে বাম হাতের বাহুর হাড় ভাঙ্গিয়া ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা বেদনাযুক্ত জখম করে। এমনকি বসত ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে ও টাংকের তালা ভেঙ্গে ৫০ হাজার টাকা লুটপাট করে । আহত সাংবাদিক ফরহাদের চিৎকারে তার বাবা ও চাচাতো ভাই আসলে তাদের উপর এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে । তাদের চিৎকারে আশেপাশের লোকজন সজ্জিত হইয়া অবৈধ জনতাবদ্ধে অস্ত্রের প্রকাশ্য মহড়া প্রদর্শন করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে । তাদের চিৎকারে আশেপাশের লোকজন আসলে নানারূপ হুমকি ধামকি দিয়ে বীরদর্পে চলে যায় । সন্ত্রাসী,চাঁদাবাজ ও মাস্তানদের হাতে থাকা অস্ত্রের ভয়ে উপস্থিত লোকজন সন্ত্রাসীদের অন্যায় কাজে বাধা প্রদান করার সাহস পায় না। জখমপ্রাপ্ত অবস্থায় সাংবাদিক ফরহাদ হোসেনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গিয়ে জরুরী বিভাগে ডাক্তার দেখাইয়া জখমের চিকিৎসা গ্রহণ করেন । অতঃপর উক্ত বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচার প্রার্থী হইলে গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার না দিয়ে আইনের আশ্রয় গ্রহন করিতে বলায় সাংবাদিক ফরহাদ ন্যায় বিচারের আশায় বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করেন । পিটিশন নং ৮২২০২৪ (তাড়াশ) বিজ্ঞ দ্রুত বিচার আদালত, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর