এনাম উদ্দিন (সামী) দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি
সিলেট দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইলাইগঞ্জের প্রবীণ মুরব্বি লন্ডন প্রবাসী মিম্বর আলী ইলাইগঞ্জের ইউনিভার্সাল আইডিয়াল কলেজ এর জন্য একশো শতক জমি দান করেন । গতকাল্ লন্ডন ব্রেডফুর্ডের একটি রেস্টুরেন্ট এ সমগ্র গ্রেট ব্রিটেনে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমা উপজেলার বাংলাদেশি দাউদপুর ইউনিয়ন বাসী ও ইউনিভার্সাল আইডিয়াল কলেজ এর জন্য একশ শতক ভূমি দাতা করেন ইলাইগঞ্জের প্রবীণ মুরব্বী, দানবীর, সুড়িগাও নিবাসী, লন্ডন প্রবাসী, জনাব মিম্বর আলী মিয়ার গণ সংবর্ধনা অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । উপস্থিত সমগ্র ইউনিয়নবাসী লন্ডনীদের সাথে ইলাইগঞ্জে এলাকার লন্ডনীদের আলাপ চারিতায় কলেজের বহু ভবন নির্মাণের জন্য সমগ্র ইউনিয়ন বাসী একাত্মতা ঘোষণা করেছেন এবং জনাব মিম্বর মিযা সাহেবকে ভূমি দানের জন্য সবাই ধন্যবাদ জানিয়েছেন । উক্ত অনুষ্ঠানে সমগ্র দাউদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সম্মানিত বেক্তিবর্গের সাথে ফেণ্চুগঞ্জের, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, ওসমানী নগর, বিশ্বনাথ সহ বিভিন্ন উপজেলার সমাজসেবক, রাজনৈতিক বেক্তিত্ব, কাউন্সিলর, ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন । ইলাইগঞ্জ অঞ্চলের মধ্য দিয়ে সমগ্র ইউনিয়ন, থানা, জেলার গন্ডি পেরিয়ে একদিন সমগ্র বাংলাদেশে ইউনিভার্সাল আইডিয়াল কলেজ এর মাধ্যমেই জ্ঞানের আলো ছড়াবে এই স্বপ্ন সবাই ব্যক্তি করেন । সর্বশেষ সবাইকে ডিনার এর আয়োজন করেন আইডিয়াল কলেজ এর টাস্টি মেম্বার আব্দুর রশিদ বাবুল ভাই।