সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলায় ৭ নং শোভনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়তে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করতে যুবসমাজকে এগিয়ে নিতে ফুটবল বিতরণ করা হয়েছে। ২ ই জুন রোজ রবিবার ৭ নং শোভনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড সদস্য দেবব্রত সরদারের ব্যাক্তিগত অর্থায়নে ফুটবল বিতরন করা হয়েছে। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। ফলে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মাট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আর এসব অপরাধ দূরীকরণে যুবসমাজের ভূমিকা অপরিসীম। যুবসমাজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে সামাজিক ভাবে মর্যাদা লাভ করে থাকে। এতে তারা একদিকে যেমন নানা অপরাধ থেকে দূরে থাকে অপরদিকে সমাজে ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে থাকে। আর সমাজে ভাল মানুষ সৃষ্টি হলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হবে। সেজন্য শিক্ষার্থীদের মাঝে দেশ প্রেম, মানবতা, সুশিক্ষা প্রতিষ্ঠার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। সেই চিন্তা থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফুটবল ও ইতিপূর্বে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি।