Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মিঠাপুকুরে নির্বাচনের গেজেট স্থগিত ভূয়া জালভোট বাতিল, পুনঃগণনার দাবীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নির্বাচনের গেজেট স্থগিত ভূয়া জালভোট বাতিল, পুনঃগণনার দাবীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

মিঠাপুকুরে নির্বাচনের গেজেট স্থগিত ভূয়া জালভোট বাতিল, পুনঃগণনার দাবীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

 মোঃ ফিরু মিয়া,মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮৯ বার পঠিত

 মোঃ ফিরু মিয়া,মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম মন্ডলের (উড়োজাহাজ প্রতীক)ভোট,ক্ষমতার অপব্যবহার করে জাকির হোসেন সরকার এমপি, সমর্থীত প্যানেলের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিরঞ্জন মহন্তের (তালা প্রতীক) বান্ডিলে কারচুপি করে ভোটের ফলাফল পরিবর্তন করায় নির্বাচনের গেজেট স্থগিত, ভূয়া জাল ভোট বাতিল, পুনঃগণনার জন্য নির্বাচনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এর দৃষ্টি আকর্ষণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় মিঠাপুকুর ওভার ব্রীজের নীচে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন হালিম মন্ডল সমর্থক গোষ্ঠী। সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মিঠাপুকুর বাসীকে উদ্দেশ্যে করে বলেন-আপনারা সকলেই অবগত আছেন,গত ২১মে রোজ মঙ্গলবার-২০২৪ইং ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-মিঠাপুকুর (২য় ধাপে) অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আব্দুল হালিম মন্ডল ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনের তফশীল ঘোষনার আগে থেকে নির্বাচনের দিন পর্যন্ত ২৩-রংপুর-৫ মিঠাপুকুর স্বতন্ত্র এমপি জাকির হোসেন সরকার সমর্থিত প্যানেল ঘোষিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালা প্রতীক জয়ী করার জন্য দফায় দফায় তার বাড়ীতে মিটিং করেন এবং বিভিন্ন ইউনিয়নে সংবর্ধনা অনুষ্ঠানে তার সমর্থিত প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়। যা নির্বাচনী আচরন বিধি লংঘন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোটের দিনে ৬৫টি ভোট কেন্দ্রে জোরপুর্বক ব্যালটে সীল মারে এবং ব্যালট বাক্সে ঢুকায়। যা প্রশাসন অবগত আছেন। দায়িত্বরত ভ্রাম্যমান টিম জাল ভোট দেয়ার সময় শঠিবাড়ী কলেজ ভোট কেন্দ্র হতে এমপির ছোটভাই জাহিদ হোসেন সরকারসহ রাশেদ ও রুমন ৩জনকে আটক করেন।এমপির ভাই জাহিদ তালা প্রতীকের নির্বাচনী এজেন্ট ছিল। গ্রেফতার হওয়ার পর ৭১ টিভি,ডিবিসি, একুশে টিভি চ্যানেলসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রচার হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাশেদ ও রুমনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন ১৫৩টি ওয়ার্ড ৩১০টি মৌজায় পাড়া, মহল্লা, গ্রামে, হাট-বাজারে ভোটের দিন থেকে এমপি জাকির হোসেন সরকার বিবেকহীন, অন্যায়কারী, মিথ্যাবাদী,ভোট ডাকাত, ভোট চোর, ভোট জালিয়াতিকারী হিসেবে মিঠাপুকুর বাসীর নিকট উন্মোচিত হয়েছে। মিঠাপুকুরের মানুষ মনে করছেন, সে ভোট জালিয়াতি করে এমপি হয়েছে। মিঠাপুকুর উপজেলার সম্মানীত ভোটারগনের মুখে একটাই কথা ভোট দিলাম উড়োজাহাজ প্রতীকে তা কিভাবে তালা প্রতীকে গেল । জাকির হোসেন সরকার এমপি যাদু জানে। আমি ভোটের পরদিন থেকে বিভিন্ন গ্রামে হাট-বাজারে যাচ্ছি। মানুষ ভোট নিয়ে হতাশা, দুঃখ-কষ্ট প্রকাশ করছে এবং আল্লাহ্ কাছে বিচার দিচ্ছে ও বলছে সে আগামীতে প্রমান পাবে। এসময় তিনি আরোও বলেন- মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক রংপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪, রংপুর এর নিকট যথাযথ প্রমানসহ অভিযোগ দাখিল করেছেন।ভোট জালিয়াতির প্রমান অনেক রহিয়াছে। তার মধ্যে ভোট কেন্দ্র নং ১৪১ মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়,দেউলপাড়া,চেয়ারম্যান প্রার্থী হেলিকপ্টারের ভোট ৯৬৭, ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীকের ভোট ৯৬৭,মহিলা ভাইস চেয়ারম্যান প্রতীক কলস এর ভোট ৯৬৭। ইহাতে প্রমান হয় কেন্দ্রগুলিতে কি পরিমান ভোট জালিয়াতি ও ব্যালটে সীল মারা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন-মিঠাপুকুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ফলাফল বাতিল, গেজেট স্থগিত করে ভুয়া ভোট বাতিলসহ পুনঃ গননার জন্য আবেদন ও বিনীত অনুরোধ করেন।তিনি বিশ্বাস সাথে আরোও উল্লেখ করেন- মিঠাপুকুর উপজেলার সম্মানীত ভোটারগন উড়োজাহাজ প্রতীকে যে ভোট দিয়েছে তা সুষ্ঠু গননা হলে আমার বিজয় সুনিশ্চিত হবে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর