মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শিমুল হোসেন (২৮) নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শিমুল হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভাবের বেড় গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে। অদ্য ২ জুন’২৪ রাতে নড়াইল জেলার সদর থানাধীন মুলিয়া বাজারের চৌরাস্তা মোড়ে অনুপের চায়ের দোকানের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই অপু মিত্র, এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শিমুল হোসেন কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির ব্যবহৃত ডায়াং রানার মোটরসাইকেল ও মোটরসাইকেলের বডিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।