৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ ইং
উপলক্ষে র্্যালি ও আলোচনা সভা।
জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার
ঘোষিত একটি জাতীয় দিবস, সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দলনে গতিশীলতা আনয়নের
জন্য আলোচনা সভা করা হয় ৪ নভেম্বর
শনিবার, স্থান অফিসার্স ক্লাব সিরাজগঞ্জ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডাঃহাবিবে মিল্লাত মুন্না এমপি,
মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ২।
বিশেষ অতিথি,জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল,বিপিএম,( বার) পিপিএম (বার)পুলিশ সুপার সিরাজগঞ্জ,জনাব বিনয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সিরাজগঞ্জ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম হোসেন আলি হাসান,সভাপতি,জেলা আওয়ামীলীগ সিরাজগঞ্জ।আলহাজ্ব আবদুস সামাদ তালুকদার, সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগ সিরাজগঞ্জ।উক্ত সভায়
সভাপতিত্ব করেন, মীর মোহাম্মাদ মাহবুবুর
রহমান,জেলা প্রশাসক, সিরাজগঞ্জ।উক্ত
অনুষ্ঠানে সমবায় দিবস নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন, জনাব হাবিবে মিল্লাত মুন্না এমপি,আরো বক্তব্য রাখেন,জনাব মোঃনুরুজ্জামান,সদর উপজেলা
সমবায় অফিসার সিরাজগঞ্জ।শিরিন ফেরদৌসি, আস্থা মাশরুম চাষি মহিলা
সমবায় সমিতি লিঃ সিরাজগঞ্জ।মোঃ নজরুল ইসলাম,সভাপতি স্বনির্ভর বহুমুখী
সমবায় সমিতি,সিরাজগঞ্জ। এসময় আরো
উপস্থিত ছিলেন টি এম মানিক ইসলাম,
সাধারন সম্পাদক, আওয়ামীলীগ মৎস জিবিলীগ,সিরাজগঞ্জ জেলা।মোঃ সুরুজ্জামান তালুকদার সহ সমবায়ী বৃন্দ।