শার্শায় জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে
মো: আব্দুল্লাহ, বেনাপোল স্টাফ রিপোর্টার
-
আপডেট সময় :
শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
-
১৭৩
বার পঠিত
শার্শায় জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে।
শনিবার (৪নভেম্বর) যশোরের শার্শা উপজেলায় প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসুচী পালিত হয়ে। কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় সংসদ সদস্য যশোর ৮৫-১(শার্শা) জনাব শেখ আফিল উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া ফেরদৌস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নারায়ণ চন্দ্র পাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলার সাবেক সমবায় কর্মকর্তা মোঃ আজিজুর ও বর্তমানে দায়িত্বরত এ বি এম আক্কাস আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন। এছাড়া শার্শা উপজেলা বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত সকল সদস্য উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
এই জাতীয় আরও খবর