মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্ৰামে পুকুরের পানিতে ডুবে নুরজাহান আক্তার ময়না (৮) নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত শিশু- উপজেলার হরেন্দা গ্রামের মিজানুর রহমানের মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, নিহত শিশু ময়না দুপুরের দিকে তাঁর দুই সহপাঠীর সঙ্গে বাড়ীর পাশে পুকুরে নেমে গোসল করছিল। তখন অসাবধানতায় পানিতে ডুবে যায়। এসময় দুই সহপাঠী চিৎকার করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানাীয় ইউপি সদস্য সাহানুর রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন