1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী ক্ষেতলাল কুশুমশহর গ্রামে

মোঃ রুহুল আমিন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৯৪ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট

ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং২৪ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে ইন্দোনেশীয় তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইন্দোনেশীয়ায় গিয়ে ওই তরুণীকে বিয়ের করে দেশে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম(২৯)। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ(২৭) ইন্দোনেশীয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। জানাগেছে, মধ্যবৃত্ত পরিবারের সন্তান শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকুরীর উদ্দেশ্যে ঢাকা শহরে যায়। সেখানে প্রাইভেট কোম্পানির চাকরির পাশাপাশি ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং ডটকম নামের একটি ওয়েব সাইটের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দুইমাস পূর্বে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশীয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন ওই দেশের মুসলিম রীতি অনুযায়ী পারিবারিক ভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর ১৮ জুন মঙ্গলবার বিকেল ৫ টায় নব দম্পতি উপজেলার কুশুমশহর গ্রামে নিজ বাড়ীতে আসেন। নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়। এবিষয়ে শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং২৪ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার এদেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর