Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নবীগঞ্জ উপজেলার বাঘাউড়া গ্রামের প্রভাবশালী তাহের লন্ডনি মিথ্যা মামলা দিয়ে জমি দখলের অপচেষ্টা নবীগঞ্জ উপজেলার বাঘাউড়া গ্রামের প্রভাবশালী তাহের লন্ডনি মিথ্যা মামলা দিয়ে জমি দখলের অপচেষ্টা – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নবীগঞ্জ উপজেলার বাঘাউড়া গ্রামের প্রভাবশালী তাহের লন্ডনি মিথ্যা মামলা দিয়ে জমি দখলের অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭৮ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাগাউড়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত বাগাউড়া গ্রামের প্রভাবশালী তাহের লন্ডনি গত ১৮.০৫.২৩ ইং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত, হবিগঞ্জ আমিনুর মিয়ার পরিবার ও আত্মীয় স্বজন সহ ১০ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন যাহারা হলেন ১। সইজুল মিয়া (৫২) পিতা-সফাত উল্লা ২। মফিজুল মিয়া (৪৯) পিতা-মৃত ঐ ৩। আমিনুর মিয়া (৪৬) পিতা-মৃত ঐ ৪। আহম্মদ আলী (৫৫) পিতা-মৃত আরফাত উল্লা ৫। সেজু মিয়া (৩০) পিতা-আহম্মদ আলী ৬। আলকার মিয়া (২৩) পিতা-সইজুল মিয়া ৭। রিমন মিয়া (২১) পিতা-মফিজুল মিয়া ৮। সুমন মিয়া (২৩) পিতা-মফিজুল মিয়া ৯। রাহান মিয়া (২৮) পিতা-আহম্মদ আলী ১০। জাহান মিয়া (২৫) পিতা-আহম্মদ আলী_সর্বসাং-বাগাউড়া, ২নং বড় ভাকৈর ইউ/পি, থানা-নবীগঞ্জ,জেলা-হবিগঞ্জ। উক্ত মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এর আদালত হবিগঞ্জ মামলা নং ৩৭১/২৩ (নবীগঞ্জ) গত ১৮.০৬.২৩ ইং নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ_কে শান্তি শৃংখলা রক্ষার নির্দেশ দেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুসারে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ উভয় পক্ষের শান্তি শৃঙ্খলা বজায় করবেন,স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামের আমিনুরের কাছ থেকে বাগাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে দুইটি দোকানের জায়গা সহ একাংশ খালি অনন্ত পুকুরের জায়গা ও রাইস মিল তৈরি করার জন্য দোকান কোটা ভাড়া নেন। বাগাউড়া গ্রামের প্রভাবশালী তাহের লন্ডনি,জায়গা ভাড়া নিয়ে রাইস মিল প্রতিষ্ঠান গড়ে তোলেন, এবং সেই রাইস মিলের জন্য নিজ নামে বিদ্যুৎ মিটার সংগ্রহ করেন, পরবর্তীতে বিদ্যুৎ মিটারের মালিকানা দ্বাবী ও ভুয়া কাগজপত্র তৈরি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত হবিগঞ্জ এ আমিনুর মিয়া গংদের বিরুদ্ধে জায়গা দখলের মিথ্যা মামলা করেন। ভাড়া নেওয়া অবৈধ জায়গার মালিক ও দখলদার হিসেবে দ্বাবী করে বাদী হয়ে মামলা করেন উক্ত মামলার তদন্তে আমিনুর মিয়ার পক্ষের হবিগঞ্জ জেলা আদালতের তিনজন আইনজীবী গত ২৭ জুন ২৪ ইং রোজ বৃহস্পতিবার সরজমিনে তদন্ত সহ দিক পরিদর্শন করেন , সেই তদন্ত ও দিক পরিদর্শনায় বিজ্ঞ আদালতে সঠিক তথ্য প্রমাণ উপযুক্ত সময়ে আদালতে পেশ করবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর