সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত
মোঃ আব্দুল মমিন টুটুল, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
-
আপডেট সময় :
সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
-
১৩৫
বার পঠিত
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত।
পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বারবার নির্বাচিত সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হলো।রাজনৈতিক জীবনে আব্দুল লতিফ মির্জা ছিলেন একজন সাদা মনের মানুষ। উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন আব্দুল লতিফ মির্জা।দলীয় কর্মী তৈরিতে ছিলেন বিশেষ পারদর্শী। দলের দুঃসময়ের কান্ডারী ছিলেন এই নেতা।২০০৭ সালে ৫ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের তার নিজ গ্রাম বংকিরাট কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন মরহুম আব্দুল লতিফ মির্জা। মরহুম আব্দুল লতিফ মির্জার একমাত্র কন্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৬৫সিরাজগঞ্জ ৪উল্লাপাড়া থেকে মনোনয়ন প্রত্যাশী সেলিনা মির্জা মুক্তির আয়োজনে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করা হয়। মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুয়।শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুজ্জামান কাঁকন সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল মনিরুজ্জামান পান্না ৭ং পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম তপন পূর্ণিমাগাতী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মানছুর রহমান ছাত্রলীগ নেতা এসএম ফয়সাল আহমেদ প্রমুখ অন্যান্য দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় ও তাবারক বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
এই জাতীয় আরও খবর