হবিগঞ্জ পুলিশ সুপার জেলার বিভিন্ন থানার সার্বিক আইন শৃঙ্খলা সরেজমিনে পরিদর্শন ।
হবিগঞ্জ প্রতিনিধি
সোমবার (৬ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধ চলাকালীন সময়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়। এসময় হবিগঞ্জ জেলার বানিয়াচং, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ থানার বিভিন্ন চেকপোস্টে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ডিউটি তদারকি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় এ সময় স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সাথে বলেন। জনসাধারণকে কোন কিছুতে আতংকিত না হওয়ারও আহবান জানান।
তাছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ নূর হোসেন মামুন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জ, জেলার বানিয়াচং, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জগণ।