বুধবার (১৮অক্টোবর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) রইস আহমেদ, এএসআই (নিঃ) ইমদাদুল হক, এর সমন্বয়ে একটি চৌকাস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিকাল ০৪:১০ঘটিকায় যশোর জেলা শার্শাধীন ইছাপুর সাকিন হইতে -আসামি মফিজুর রহমান,(৪০)এর দক্ষিণ দুয়ারি বসতবাড়ির বারান্দা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১।বকুল হোসেন, (৪৪) পিতা -কিতাব আলী বিশ্বাস, ২।মফিজুর রহমান, (৪০)পিতামৃত -মোস্তাব আলী গাজী,উভয় ইছাপুর থানা শার্শা জেলা যশোর ১০০ পিছ ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য তিন লক্ষ টাকা
উল্লেখ্য এই যে ১,নং আসামি বকুল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা বিস্ফোরণ ও মাদকসহ ০৯ টি মামলা বিচারাধীন রয়েছে।
এ সংক্রাতে সংশ্লিষ্ট থানাই নিয়মিত মামলা রুজু হয়েছে