লালমনিরহাটে পুলিশের পৃথক পৃথক ০৩টি অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
-
আপডেট সময় :
রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
-
১২৯
বার পঠিত
লালমনিরহাট থানা পুলিশের পৃথক পৃথক ০৩টি অভিযানে ০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন,২০ পিচ মাদকদ্রব্য ইস্ক্যাপসহ ০১ জন এবং ০১ কেজি ৪০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ
“দৈনিক নারী জাগ্রত” নিউজ ডেস্কঃ
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায়
লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ
ওমর ফারুক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব স্বপন
কুমার সরকার নের্তৃত্বে লালমনিরহাট থানা পুলিশের
অভিযান টিম কর্তৃক থানা এলাকার ০৮ নং গোকুন্ডা
ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর
উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে
০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১।
মোঃ জাকির (২৪), পিতা- মোঃ আকবর আলী, ২। মোঃ
রশিদুল ইসলাম(২০), পিতা- ইয়াসিন আলী, উভয় সাং-
মধ্যকাশিপুর, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রামদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়।
একই এলাকা হইতে অভিযানে ০১ কেজি ৪০০ গ্রাম
মাদকদ্রব্য গাঁজাসহ আসামী মোঃ পাভেল ইসলাম ওরফে মিঠুল, পিতা- মোঃ শফিয়ার রহমান, সাং-
লতাবর, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
থানা পুলিশের অপর অভিযানে ২নং কুলাঘাট
ইউনিয়নের সাকোয়া এলাকা হইতে ২০ পিচ মাদকদ্রব্য
ইস্ক্যাপসহ আসামী মোঃ রনজু বাদশা (২০), পিতা- মোঃ
মান্নান মিয়া, গ্রাম- হাতুড়া, ইউপি- কুলাঘাট , থানা ও
জেলা –লালমনিরহাটকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক বর্ণিত
আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ
আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
এই জাতীয় আরও খবর