যুগপূর্তি উৎসবে অতিথিবৃন্দ আধুনিক সাংবাদিকতার উজ্জল দৃষ্টান্ত রংপুর সিটি প্রেসক্লাব
মোছাঃ শিল্পী আক্তার, জেলা প্রতিনিধি রংপুর
-
আপডেট সময় :
রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
-
১৩৮
বার পঠিত
যুগপূর্তি উৎসবে অতিথিবৃন্দ আধুনিক সাংবাদিকতার উজ্জল দৃষ্টান্ত রংপুর সিটি প্রেসক্লাব।
মোছাঃ শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি,
আধুনিক সাংবাদিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে রংপুর সিটি প্রেসক্লাব। এখানকার সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ তথা দেশের উন্নয়নে সামাজিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত রেখে এক যুগ পার করেছে। যার সাক্ষর রয়েছে তাঁদের যুগপূর্তিতে প্রকাশিত ‘শ্যামাসুন্দরী’ নামের স্মরণিকায়। সংগঠনটির যুগপূর্তি উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী আনন্দ উৎসবে অংশ নিয়ে অতিথিবৃন্দ এসব কথা বলেন। দুই পর্বে যুগপূর্তির কর্মসূচির মধ্যে ছিল প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা। দ্বিতীয় পর্বে যুগপূর্তির স্মরণিকার মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরের স্টেশন রোডস্থ সিটি প্রেসক্লাব চত্তরে আয়োজিত প্রথম পর্বের আয়োজনে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত চেলা প্রশাসক (সার্বিক) এ ডাব্লিউ এম রায়হান শাহ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, ডেইরী ফার্মাস এসোসিয়েশনের জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। এর আগে যুগপূর্তি উৎসবের উদ্বোধনসহ বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুগপূর্তির স্মরণিকার মোড়ক উন্মোচন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম জীবন কুন্ড, রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ তৌহিদুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা, রফিকুল আলম, ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, শাহাজাদা আরমান শাহাজাদা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সিদ্দিকী রনি। সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে যুগপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সিনিয়র সহসভাপতি জুয়েল আহমেদ, সভাপতি এসএম খলিল বাবু, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, আজীবন সদস্য অন্তর রহমান প্রমুখ। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সিটি প্রেসক্লাব সম্মাননা ২০২৩ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শামসুজ্জামান মিষ্টু, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ মাহবুবার রহমান মঞ্জু, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, কল্যাণী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম, লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, উদ্যোক্তা জিতু রায়, নৃত্যশিল্পী শাকিলা জামান সূচনা ও আবৃত্তি শিল্পী সুমাইতা সুয়াদী। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Please Share This Post in Your Social Media
এই জাতীয় আরও খবর