নড়াইলে ভয়াবহ অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৩০,০০০ টাকা প্রদান করলেন,এস এম আনিসুল ইসলাম
নড়াইল প্রতিনিধিঃ গত ১৩.১১.২০২৩ (সোমবার) রাতে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। নড়াইলের ১২নং বিছালী ইউনিয়নের রুখালি গ্রামের বিকান্ন বিশ্বাস ও সুকান্ত বিশ্বাসের বাড়িতে আগুন লেগে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়। এ অগ্নি কান্ডে পরিবার দু’টির ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাদের শেষ অবলম্বন মাথা গুজার ঠাঁই টুকুও অবশিষ্ট নাই। এ দূর্ঘটনার সংবাদ পেয়ে ১২ নং বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম অএ ওয়ার্ডের মেম্বার হাফিজুর রহমান ও নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে যান ঘটনা স্থলে। ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন,হাতে তুলে দেন নগদ ৩০,০০০(এিশ হাজার টাকা)।
এসময় এসএম আনিসুল ইসলাম বলেন,আমি শুধু এ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নয়। আমি আপনাদের ভাই,আপনাদের সন্তান আমি আপনাদের আপন জন। ইতিপূর্বে আপনাদের পাশে ছিলাম এখনো আছি এবং অদূর ভবিষ্যতে সবসময় বিপদে আপদে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।