রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেছেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫জন আশ্রয়হীনদের মাঝে ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়।
সকালে উপজেলা অডিটেরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের নির্মাণ ও সম্প্রসারণের শুভ উদ্বোধনের অনুষ্ঠান দেখার আয়োজন করেন।
এসময় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আফসার আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,রুহুল আমীন সহকারি কমিশনার ভূমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান,উপজেলা ইঞ্জিনিয়ার ও প্রকৌশল কর্মকর্তা আক্তারুজ্জামান ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সহ প্রমূখ।