৪ নং অন্নদানগর ইউনিয়েনে ২২ বছরের মেয়ের সাথে প্রেমে
আবদ্ধ ১৪ বছরের ছেলে । প্রেম মানেনা শাসন বারন প্রেম অনুভুতির নেই কোন সিমানা ।
সাত সাগর তের নদী পেরিয়ে প্রেমিকা-প্রেমিকার মিলনেই যেন প্রেমের সার্থকতা । এরই ধারাবাহিকতায় ঘটনা ঘটেছে অনেক ইউনিয়নেই।
তারা প্রেমের টানে নিজ বাড়ী থেকে পারি জমিয়েছেন নাগদাহ সিদাম মেয়ের নানার বাড়ীতে। সেখানে পাহারায় ছিলেন মেয়ের দাদা খালেক মিয়া।
ঘটনা টি ঘটেছে রংপুরের পীরগাছার ৪ নং অন্নদানগর ইউনিয়নে প্রতাপ জয়সেন গ্রামের চওড়া এলাকায়। ৬নং ওয়ার্ডের নবির মেকারের ছেলে মারুফ মিয়া ও পাশের বাড়ীর নুরু মিয়ার মেয়ে নাদিরা আক্তার।
মেয়েটি নবির মেকারের বাড়িতে টিভি দেখার ছল করে প্রতিনিয়ত যাতায়াত করত এমত অবস্থায় নবির মেকারের ছেলে মারুফের সঙ্গে প্রেমের আবদ্বে জরিয়ে যায়। পরে মেয়েটি ছেলেটিকে নিয়ে নানার বাড়ীতে চলে যান।
নানার বাড়ী নাগদা সিদাম এলাকায়। সেখানে দুই দিন যাবৎ একই ঘরে থাকে। এমত অবস্থায় মেয়ের বাবা থানায় একটি হারানো অভিযোগ করেন। পরে ঘটনাটি ছেলে এবং মেয়েটিকে খুজতে থানা পুলিশ ও ৬নং ওয়ার্ডের আমিনুল চকিদার সহ পুলিশ অভিযান শুরু করেন। এক পর্যায়ে মেয়ের নানার বাড়ীতে গিয়ে দেখা যায় মেয়ের দাদাকে।
তাকে জিজ্ঞাসা করলে সে না শিকার করেন । পরে বাড়ীর ভিতরে প্রবেশ করে দেখা যায় ঘরের মোকা কেটে ছেলে মেয়ে দুজনই পালানোর চেষ্টা করে ।
পরে আমিনুল চকিদার ছেলেটিকে ধরে ফেলে মহিলা পুলিশ মেয়েটিকে ধরেন পরে দুজন কেই একসঙ্গে নিযে আসা হয়। এ ব্যাপারে প্রশাসনিক ভাবে একটি মামলা দায়ের করা হয়। মেয়েটিকে মেয়েটির পরিবারের কাছে হস্তান্তর করা হয় ছেলেটিকে থানায় আটক রাখা হয়।
এ ব্যাপারে পীরগাছা থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান কে গনমাধ্যম কর্মী জিজ্ঞাসা করলে আমাদের কে জানান ছেলেটির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন একটি মামলা রুজু হয়েছে ।