নির্বাচনে যাচ্ছেন জাতীয় পার্টি রওশন এরশাদ
মোছাঃ শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
-
১৫২
বার পঠিত
নির্বাচনে যাচ্ছেন জাতীয় পার্টিঃ রওশন এরশাদ
মোছাঃ শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি।
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। বিএনপি সহ সমমনা দল গুলোর তফসিল কোথাকার করলেও একে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। বুধবার রাতে তিনি বলেছেন, সংসদ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছেন। খুব ভালো হয়েছে। আশা করছি, সব দলের অংশগ্রহণে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা, জানতে চাইলে বিরোধী দলীয় নেতা বলেন, জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের ভালো প্রস্তুতি আছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি। এবারও নির্বাচন বর্জন করবেনা। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিয়ে পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন বলেও স্মরণ করিয়ে দেন সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ।
Please Share This Post in Your Social Media
এই জাতীয় আরও খবর