Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
গণ আজাদী লীগের  সভাপতি আতা উল্লাহ খান  ও মহাসচিব আকবর হোসেন নির্বাচিত গণ আজাদী লীগের  সভাপতি আতা উল্লাহ খান  ও মহাসচিব আকবর হোসেন নির্বাচিত – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

গণ আজাদী লীগের  সভাপতি আতা উল্লাহ খান  ও মহাসচিব আকবর হোসেন নির্বাচিত

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

গণ আজাদী লীগের  সভাপতি আতা উল্লাহ খান  ও মহাসচিব আকবর হোসেন নির্বাচিত।

★দৈনিক নারী জাগ্রত★ নিউজ ডেস্কঃ

মহান জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ  প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ  গণ আজাদী লীগ এর বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ বিকেল ৫ ঘটিকায়  ধানমন্ডীর কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন তর্কবাগীশ এর দৌহিত্র ও বাংলাদেশ গণ আজাদী লীগ এর  প্রেসিডিয়াম সদস্য এস এম  রশিদ আলম শুভ্র।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ গণ আজাদী লীগ এর উপদেষ্টা, তর্কবাগীশ গবেষণা পরিষদের সভাপতি,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডঃ মোঃ জকারিয়া ও নির্বাচন কমিশনার এর  দায়িত্ব পালন করেন প্রফেসর ডঃ আমিন আহমেদ চৌধুরী ও এস এম  রশিদ আলম শুভ্র।
দেশের বিভিন্ন স্থান হতে আগত নেতৃবৃন্দের পরামর্শের ভিত্তিতে বিশিষ্ট সাংস্কৃতিক  ও গণমাধ্যম ব্যক্তিত্ব  গণ-আজাদী লীগের পুনর্জাগরণের পথিকৃৎ,  মুহাম্মদ আতা উল্লাহ খান কে সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মুহাম্মদ আকবর হোসেন কে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। কার্যকরী সভাপতি নির্বাচিত হন তর্কবাগীশ এর  দৌহিত্র এস এম রশিদ আলম শুভ্র,  প্রধান উপদেষ্টা মনোনীত  হন তর্কবাগীশের সুযোগ্য কন্যা সৈয়দা সেলিনা, তর্কবাগীশ  অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন সৈয়দ রাশীদ  আদীব।

তর্কবাগীশ সাম্য, সিনিয়র সহ সভাপতি প্রফেসর লায়ন এম আমিনুর রহমান সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট লতিফুর রহমান সর্বসম্মতিক্রমে ৭১  সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা।

গত ২৭ নভেম্বর ২০২৩ বাংলাদেশ গণ আজাদী লীগ এর সভাপতি সৈয়দ শামসুল আলম হাসু এর  ইন্তেকালে সভাপতির পদ শূন্য  হলে এই জরুরি  বিশেষ কাউন্সিল  অনুষ্ঠিত হয়।

বিশেষ কাউন্সিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল,  ১৪ দলের কেন্দ্রীয় নেতা ও জেপি প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, মুহাম্মদ নাঈম হাসান, এস  নুর চৌধুরী।

বিশেষ কাউন্সিল গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গণ-আজদী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর এম আমিনুর রহমান, প্রেসিডিয়াম সদস্য রেহানা সালাম, এ্যাডভোকেট লতিফুর রহমান, আলহাজ্ব মোঃ আকবর হোসেন প্রফেসর ডক্টর আমিন আহমেদ চৌধুরী, আলহাজ্ব মাওলানা আবুল আনসার মোঃ আম্বর আলী সরকার ওলিপুরী, লায়ন খন্দকার রেজাউল করিম, যুগ্ম মহাসচিব লায়ন মোঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক, মোঃ রুহুল আমিন ও ছাত্র বিষয়ক সম্পাদক  মোঃ আরাফাত উল্লাহ খান প্রমূখ।

বিশেষ কাউন্সিলের পূর্বে  সকাল ১১ঘটিকায়  গণ- আজাদী লীগের  কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের এক জরুরী সভা তর্কবাগিসের সুযোগ্য কন্য সৈয়দা সেলিনা  তর্কবাগীশ এর  সভাপতিত্বে গুলশানের বাসায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সৈয়দা নিলুফা তর্কবাগীশ, মিসেস শাবানা আলম, এস এম রশিদ আলম শুভ্র, সৈয়দ আহসান  হাবীব রানা, সৈয়দ রাশীদ  আদীব তর্কবাগীশ,  মুহাম্মদ আতা উল্লাহ খান, আলহাজ্ব মোঃ আকবর হোসেন, মোঃ সিরাজুল হক সহ তর্কবাগীশ পরিবারের  সম্মানিত  সদস্যবৃন্দ।

সবায় সৈয়দা সেলিনা  তর্কবাগীশ বলেন  মহান জাতীয় নেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান বীর, ঐতিহাসিক  সলঙ্গা  বিদ্রোহের প্রাণ পুরুষ,  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,  ১৫ দল গঠনের প্রথিকৃৎ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক  সভাপতি ও গণ  আজাদি লীগের প্রতিষ্ঠাতা জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তড়কবাগীশ এর সংগ্রামী ইতিহাস, অবদান, আদর্শ ও চেতনাকে কখনো ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়।
যারাই তর্কবাগীশের ইতিহাস  ও  অবদানকে মূছে ফেলার ষড়যন্ত্র করবে বরং তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
সভায় ২৭ নভেম্বর  জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের  শুভ জন্মদিন উপলক্ষে বনানীস্থ কেন্দ্রীয় শামরিক কবরস্থানে জাতীয়  নেতার মাজারে ১১.৩০ ঘটিকায় শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায়  ও সংবিধান
ও গণতন্ত্রকে সমুন্নত রাখার নির্বাচনে অংশগ্রহণ করবার সিদ্ধান্ত  গৃহীত হয়।

বর্তমান সময়ে দেশি-বিদেশি চক্রান্তকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয় করতে গণতন্ত্রকামী ও অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী শক্তির ঐক্য কামনা করা হয়। গণ আজাদী লীগ এর নবনির্বাচিত সভাপতি  মুহাম্মদ আতা উল্লাহ খান কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের কৃতি সন্তান। তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ আসন থেকে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল লিবারেল পার্টির, চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয়  যুগ্ম মহাসচিব হিসেব বৈঠা মার্কায় অংশ গ্রহণ করেন। তিনি ওয়ান ইলেভেনের সময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
২০১৪ ও  ২০১৮ সালে গণ আজাদী লীগ এর মহাসচিব হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও প্রচারণা কমিটির সদস্য হিসেবে সারাদেশে অগ্নি সন্ত্রাস ও পেট্রোল বোমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা পালন করেন।

দৈনিক নারী জাগ্রত

২০১৯ সালে ৩ অক্টোবর  হতে  গণ আজাদী লীগের  সভাপতি আতা উল্লাহ খান  ও মহাসচিব আকবর হোসেন নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে দিল্লী সফর করেন।
তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের সম্মুখ নেতৃত্বে দিয়ে যাচ্ছেন। নব-নির্বাচিত কার্যকরী সভাপতি সৈয়দ এস এম রশিদ আলম শুভ্র  মহান জাতীয় নেতা তর্কবাগিসের দৌহিত্র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর  সাবেক সহ সভাপতি, মিরপুর বাংল কলেজ এর অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলদেশ গণ আজাদী লীগ এর সাবেক সভাপতি ও  মহান ভাষাসৈনিক এ্যাডভোকেট সৈয়দ নুরুল আলম তর্কবাগীশের জ্যেষ্ঠ পুত্র,  তিনি দীর্ঘদিন ধরে গণ আজাদী লীগ এর  প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন, নব-নির্বাচিত মহাসচিব  কিশোরগঞ্জ জেলার মিঠামইনের কৃতি সন্তান, তিনি একজন বিশিষ্ট শিল্পপতি,  সমাজসেবক ও রাজনীতিবিদ তিনি দীর্ঘদিন ধরে গণ আজাদী লীগ এর  প্রেসিডিয়াম সদস্য হিসেবে  দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর