দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর পোরশায় দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার সকাল ১১টায় সরাইগাছি দলীয় কার্যালয়ে তিনি ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আগামী সংসদ নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, ইউপি চেয়ারম্যান সহ এর অংগ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।